রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদ শেষে বাড়ি ফেরা হলো না মোনালিসার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোনালিসা গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে।


বিজ্ঞাপন


শনিবার (১লা জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। 

মোনালিস ঈদের আগের দিন নানা সামছু কাজীর বাড়ি বেড়াতে এসেছিল।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নানা শামছু কাজী বলেন, মোনালিসা তার মামাতো ভাই-বোনের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এসময় মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন