images

স্পোর্টস / ক্রিকেট

পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০২৫, ১২:২১ পিএম

রোমাঞ্চকর এক ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে নাটকীয়তা ছিল শেষ ওভার পর্যন্ত। যেখানে শেষ বিজয়ের হাসি হাসে লাহোর।

আরও পড়ুন-
আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?
আইপিএলে লজ্জার রেকর্ড রশিদ খানের
আইপিএলে আর খেলবেন কি না, জানালেন ধোনি
অবিশ্বাস্য জয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদের লাহোর
প্রিমিয়ার লিগে শেষ দিনে নাটক, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল যারা

এবারের শিরোপা জয়ে লাহোর কালান্দার্সের হয়ে ইতিহাস গড়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। যদিও ফাইনালের একাদশে ছিলেন কেবল তরুণ লেগস্পিনার রিশাদ, তবে স্কোয়াডের অংশ হিসেবে শিরোপার আনন্দে ভাগ পেয়েছেন সাকিব ও মিরাজও।

আরও পড়ুন-পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি

পিএসএল চ্যাম্পিয়ন হিসেবে লাহোর পাচ্ছে ১৪ কোটি পাকিস্তানি রুপি প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৫ লাখ টাকা। দলীয় সাফল্যের এ পুরস্কারের অংশ হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবেন বাংলাদেশি ক্রিকেটাররাও। মালিকপক্ষ থেকে আলাদাভাবে বিশেষ বোনাস দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন-
ভারতকে আবারও উড়িয়ে দিয়েও দুঃসংবাদ পাকিস্তানের
‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’
ভারতের টেস্ট অধিনায়ক হয়ে যা বললেন গিল
সাঈদ আনোয়ারের ভারত দহন
মায়ের জন্য ক্যানসার হাসপাতাল গড়ার স্বপ্ন থেকে বিশ্বকাপ জয় ইমরান খানের

রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৪১ লাখ)।

এবারের আসরে ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে একাধিক পুরস্কারও দেওয়া হয়েছে। টুর্নামেন্ট সেরা হয়েছেন কোয়েটার ব্যাটার হাসান নেওয়াজ, যিনি করেছেন ৩৯৯ রান। তিনি পেয়েছেন মোট ৬৫ লাখ রুপি ও একটি বিদ্যুৎচালিত বিওয়াইডি সিল গাড়ি।

আরও পড়ুন-পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি

লাহোরের শিরোপা উল্লাসে বড় ভূমিকা রাখেন রাজা। ৭ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে রুদ্ধশ্বাস ফাইনাল জিতিয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলা এই অলরাউন্ডার হয়েছেন টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার। পেয়েছেন ৩৫ লাখ রুপি (১৫ লাখ টাকা)। টুর্নামেন্টের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিও পেয়েছেন ৩৫ লাখ রুপি। লাহোর কালান্দার্স অধিনায়ক টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে।