সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

How much do IPL cheerleaders earn?

ট্রাভিস হেড বা নিকোলাস পুরাণ, প্রতিপক্ষ বোলারের করা একটি ফুলটস বল পেয়ে হাঁকালেন সজোরে, ঠিকভাবে টাইমিং হওয়ার বলটি সোজা আম্পায়ারের মাথার উপর দিয়ে পড়লো বাউন্ডারি লাইনের ওপারে। এদিকে বল ধরতে গিয়ে ফিল্ডার পড়ে যাচ্ছেন উল্টে, ছক্কার পর ছক্কায় গ্যালারি দুলছে। হ্যাঁ, এসব দৃশ্য খুবই চেনা, কারণ আইপিএল মানেই চার-ছয়ের বৃষ্টি আর উত্তেজনার জোয়ার! ভারতের এই কোটিপতি লিগে ক্রিকেটের সঙ্গে মিশে থাকে টানটান বিনোদন। এক এক ম্যাচে এক এক তারকা হয়ে ওঠেন ‘বাদশা’, আর পাড়ার চা দোকান থেকে শুরু করে অফিস, ট্রেন, বাস- সব জায়গায় শুরু হয় হইচই, কে বেশি ফর্মে? কারা বেশি বিপজ্জনক? বোলিং বা ব্যাটিংয়ে কারা এগিয়ে?

এই জমজমাট আলোচনায় একটা বিশেষ রঙ আনেন মাঠের চিয়ারলিডাররা। খেলার প্রতিটি চার-ছয় বা উইকেট পড়ার মুহূর্তে যখন তাঁরা লাইভ নাচে মাতিয়ে তোলেন, তখন গ্যালারি থেকে টিভি স্ক্রিন-সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই উত্তাপ। স্বল্পবসনা এই সুন্দরীরা অনেকের মনেই কৌতূহল জাগান- ম্যাচ পিছু কত টাকা পান তাঁরা? চলুন, এবার সেটা জানা যাক!


বিজ্ঞাপন


আরও পড়ুন-
ভারতকে আবারও উড়িয়ে দিয়েও দুঃসংবাদ পাকিস্তানের
‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’
ভারতের টেস্ট অধিনায়ক হয়ে যা বললেন গিল
সাঈদ আনোয়ারের ভারত দহন
মায়ের জন্য ক্যানসার হাসপাতাল গড়ার স্বপ্ন থেকে বিশ্বকাপ জয় ইমরান খানের

ম্যাচে যখন রানের ঝড় ওঠে, হ্যাটট্রিক হয় বা কেউ ফাইফার তুলে নেন, তখন মাঠের বাইরেও উচ্ছ্বাসে ফেটে পড়েন চিয়ারলিডাররা। তাঁরা পমপম হাতে নাচ শুরু করলেই অনেক দর্শক বলেন, “ফুল পয়সা উসুল!” কারণ খেলার পাশাপাশি এই বাড়তি বিনোদনই যে আইপিএল-এর মজা দ্বিগুণ করে তোলে!

c-_users_aksingh_downloads_136-recovered-recovered-recovered-recovered-recovered-recovered-recovered-recovered-recovered-copy-1-1

প্রতিবছর আইপিএল এলেই চিয়ারলিডারদের নিয়ে চলে আলোচনা। কখনও বিতর্কও পিছু ছাড়ে না। তবে বিতর্ক যা-ই হোক, তাঁদের গ্ল্যামার আর হাসি মাঠে এক আলাদা রঙ যোগ করে।


বিজ্ঞাপন


বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের নানা শহর থেকে চিয়ারলিডাররা এজেন্সির মাধ্যমে আসেন আইপিএলে পারফর্ম করতে। তাঁদের স্যালারি প্যাকেজও নেহাত কম নয়, প্রায় ১৭ লাখ টাকার প্যাকেজ থাকে পুরো মৌসুমে। আর প্রতি ম্যাচে তাঁদের পারিশ্রমিক? প্রায় ১৪-১৭ হাজার টাকা!

vrqqKr4jENDYZJsnpRUF

সবচেয়ে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কেকেআরের চিয়ারলিডাররা ম্যাচ পিছু পান ২৪ হাজার টাকা! মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটু কম, তবে প্রতি ম্যাচে ২০ হাজার টাকা করে দেয়। আর চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস- এরা ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে বেতন দেয় তাঁদের চিয়ারলিডারদের।

IPL_cheerleaders

এখানেই শেষ নয়। ম্যাচের পর পার্টিতে গেলে আরও রোজগার হয়। পাশাপাশি থাকে নানা সুযোগ-সুবিধা, ম্যাচ ফ্রি দেখা, থাকার জায়গা, ফ্রি খাওয়া-দাওয়া সবকিছুই সংস্থার তরফ থেকে থাকে।

মাঠে খেলার উত্তেজনার পাশাপাশি যে গ্ল্যামার আর বিনোদন যোগ হয়, চিয়ারলিডাররা তার বড় একটা অংশ। তাঁরা শুধু নাচ-গানে নয়, পুরো আইপিএল অভিজ্ঞতাকেই আরও আকর্ষণীয় করে তোলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর