আইপিএল খেলতে গিয়ে চোট পেয়ে আসন্ন পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বাঁ হাতের বুড়ো আঙুলে পাওয়া চোটের কারণে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। যার ফলে পাকিস্তান সফর শেষ হয়ে গেছে টাইগার এই কাটার মাস্টারের, বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে আঙুলে ব্যথা অনুভব করেন ফিজ। পরে স্ক্যান করালে জানা যায়, আঙুলে হালকা চিড় ধরেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।
বিজ্ঞাপন
মুস্তাফিজের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। ১৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলা খালেদের এখনো টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়নি। পাকিস্তান সিরিজে সেই সুযোগ হতে পারে তার জন্য এক নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দরজা।
প্রসঙ্গত, আগামী ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে ও ১ জুন, একই ভেন্যুতে।
পাকিস্তান সফরে বাংলাদেশ দল- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

