মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

রাজধানী ঢাকা বিগত কয়েক দিন ধরেই বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায় শীর্ষ দশে অবস্থান করেছে এবং বেশির ভাগ সময় ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।

শনিবারও (২২ মার্চ) ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে এবং ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টা ২৭ মিনিটের রেকর্ড অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থানে ছিল ঢাকা। তার আগের দিন ছিল অষ্টম স্থানে। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে বা বাতাসের গুণমান সূচকে (একিউআই) ঢাকার বায়ুমানে অবনতি হয়ে স্কোর দাঁড়িয়েছে ২২৩-এ, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বলে বায়ুমানের অবনতি হলেও প্রায়শই তালিকার নিচের দিকে চলে আসে ঢাকার অবস্থান। তবে, বেশির ভাগ সময় ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়েই থাকে।

এদিকে, আজ বিশ্বজুড়ে ঢাকা ছাড়া বায়ুদূষণে শীর্ষ ৫ থাকা শহরগুলো হলো যথাক্রমে—পাকিস্তানের লাহোর (১৯২), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১) এবং ভিয়েতনামের হ্যানয় (১৬৯)।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিজ্ঞাপন


বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন