শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা নিয়ে মিথ্যাচার করায় সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাত দিন ও পরে তিন দিনের দেওয়া প্রতিশ্রুতি অতিবাহিত হলেও কোনো দাবি বাস্তবায়ন না হওয়ায় এবং কতিপয় গ্র্যাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কর্তৃক ম্যাটস কোর্স কারিকুলাম ও চার  দফা নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করাসহ বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

রোববার (২ মার্চ) দুপুরে নোয়াখালী সরকারি ম্যাটস অডিটোরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম রহমান বাপ্পি ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন


thumbnail_20250302_115830

এসময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তারা আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে প্রথমে সাতদিন ও পরে  তিনদিন সময় নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি। পাশাপাশি তারা আমাদের অন্য তিনটি দাবির বিষয়ে কোনো সুরাহা দেয়নি। কোনো নির্দিষ্ট সময়ও বেধে দেয়নি।

আরও পড়ুন

নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত

এসময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আক্তার উদ্দিন বলেন, আমাদের ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে– বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্যপদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করার দাবি তুলেন।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডা. আবু হানিফ, সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মাজহার রাকিব, সাজেদুল ইসলাম সৌরভসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর