নোয়াখালীতে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী একটি উসকানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করায় নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক্স বিভাগের এক ডাক্তারকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. ফরিদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
পাশাপাশি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে তাকে নোটিশও পাঠানো হয়েছে।
জানা যায়, নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ৬ ফেব্রুয়ারি একুশে টেলিভিশনের ‘মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি’ বলায় ধানমন্ডিতে নারীকে হেনস্তা! শিরোনামে একটি নিউজ শেয়ার করেন সে নিউজোর ক্যাপশনে তিনি লিখেন, ‘এই হইলো জামাত-শিবির জঙ্গি আর বিএনপির মরদদের অবস্থা! এগুলোর পারিবারিক শিক্ষা আর লেভেলই বোঝা যায়। এরা বাড়িতে দেখসে এগো মা-বইনরে এমনে গলাধাক্কা খাইতে, এখন বড় হয়ে সেটাই চর্চা করতেছে, যা শিখসে সারাজীবন’। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ) এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) বিধি ২ এর (গ) ও (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে না এই মর্মে তাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
বিজ্ঞাপন
এই বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজের সঙ্গে কথা বললে তিনি এ বিষয় নিয়ে কোনো মতামত দিতে রাজি হননি।
প্রতিনিধি/এসএস