নোয়াখালীর হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চর কিং ইউনিয়ন থেকে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে। অভিযানের যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে চর কিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন, চর কিং ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০), হাজী আবদুল মতিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০)।
থানা সূত্রে জানা যায়, রাতে যৌথবাহিনী নেতৃত্বে একটি টিম চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়া ব্রিক ফিল্ডের সামনে ফাঁকা মাঠের সামনে পৌঁছালে যৌথ বাহিনীর টিম দেখে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক হতে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর ২০ রাউন্ড ফাঁকা ফায়ার করে।
পরে সন্ত্রাসীরা বেপরোয়া হলে যৌথ বাহিনী চার রাউন্ড গুলি বর্ষণ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
এসময় তাদের কাছ থেকে ১টি আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, পিস্তলের একটি ম্যাগাজিন, পিস্তলের ব্যবহৃত ৯ রাউন্ড গুলি, ২০টি বোমা সদৃশ ককটেল, ২টি ড্রেজার, ৩টি কিরিচ উদ্ধার করা হয়। আটকের সময় তাদের সঙ্গে থাকা আরও ২০/২৫ জন সন্ত্রাসী পালিয়ে যায়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস