চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি দুর্দান্ত ক্যামেরার এক স্মার্টফোন নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। যার মডেল শাওমি ১৫ সিরিজ। এই ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। যা রীতিমতো চমকে দেবে সবাইকে।
শাওমি ১৫ সিরিজের অধীন শাওমি ১৫ এবং শাওমি ১৫ আল্ট্রা-এই দুইটি মডেল বাজারে আসবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্যামসাংয়ের যেসব মডেলের ফোনে পাওয়া যাবে না ওএস আপডেট
শাওমি ১৫ আলট্রা পাওয়া যাবে তিনটি কালার ভ্যারিয়েন্টে আসবে। এগুলো হলো-ব্ল্যাক, হোয়াইট, ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ফোনের দাম আগের মডেল শাওমি ১৪ এর কাছাকাছি থাকবে।
এই ফোনটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের মতো প্রিমিয়াম স্মার্টফোনের সঙ্গে।
বিজ্ঞাপন
শাওমি ১৫ মডেলে থাকতে পারে ৬.৩৬ ইঞ্চির ১.৫কে রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে এবং আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ডিসপ্লেতে মাত্র ১.৩৮ মিমি বেজেল থাকবে, যা একে আরও প্রিমিয়াম লুক দেবে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে থাকবে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়ায়ার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ফোনটির ক্যামেরা সেকশনে লেইকার সহযোগিতায় তৈরি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যানড্রয়েড ১৫-এর ওপর ভিত্তি করে হাইপার ওস ২.০ থাকবে।
শাওমি ১৫ আল্ট্রা মডেলে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই সেটআপে থাকবে ৫০ প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (৩ এক্স অপটিক্যাল জুম সহ), ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর।
এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে পারে, যা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী চিপসেট। ফোনটি ১৬ জিবি র্যাম এবং ১ টেরবাইট স্টোরেজ অপশনও এতে পাওয়া যেতে পারে।
শাওমি ১৫ আল্ট্রা মডেলের ফোনে ২কে রেজুলেশনের কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। পাওয়ারের জন্য ফোনটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ওয়াটের ওয়ায়ার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এজেড