আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া ইস্যুতে তোলপাড় আন্তর্জাতিক ক্রিকেটে। টাইগার এই পেসারকে চড়া দামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সব ঠিক থাকলে আসন্ন টুর্নামেন্টে খেলারও কথা ছিল দ্য ফিজের। কিন্তু ভারতের রাজনৈতিক শিকার হয়ে খেলতে পারছেন না তিনি। ভারত সরকার বাদ দিতে বলায় কেকেআর তাকে ছেড়ে দিয়েছে। এরপর এই ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর।
৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু বিসিসিআই তাকে ছেড়ে দিতে বলে। ফলে আইপিএল খেলা হচ্ছে না ফিজের। এভাবে বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে না দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের সমর্থকরা। এমনকি সাবেক অনেক আন্তর্জাতিক ক্রিকেটারও এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এমন সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- মুস্তাফিজ ইস্যুতে নতুন প্রস্তাব ভারতের, কী করবে বিসিবি?
আরও পড়ুন- আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া
এদিকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারায় ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বিসিবি। টাইগারদের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে আইসিসিকে। এমন অবস্থায় সূচিতে বদল আসতে পারে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে তীর্যক মন্তব্য করেছে ভারতের এক ক্রীড়া সাংবাদিক।
আরও পড়ুন- মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার
বিজ্ঞাপন
আরও পড়ুন- ৯ কোটি ২০ লাখে বিক্রির পর চুক্তি বাতিল, মুস্তাফিজ এখন কত পাবেন?
টুইটারে দেওয়া এক পোস্টে ক্রীড়া সাংবাদিক সামিপ রাজগুরু লিখেন, ‘বিসিসিআইয়ের উচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে শেখা। এমন দেশের সঙ্গে খেলা উচিত নয় যে ভেন্যু বদল করতে বলে অথবা প্রতিবাদ করে কিংবা বয়কট করে। ১৯৮০ সালে ৩০ দেশ বয়কট করার পরও সেই একই ভেন্যুতে অলিম্পিক হয়েছে। একই ঘটনা ১৯৮৪ সালেও হয়েছে।’

আরও পড়ুন- ‘বাংলাদেশ ভারতে আসবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার’
আরও পড়ুন- ‘আশা করি মুস্তাফিজের মতো মাশরাফিকেও বাদ দেবে ভারত’
বাংলাদেশ ভারতে খেলতে না আসলে কি করা উচিত তাও জানিয়েছে এই সাংবাদিক। তিনি লিখেন, ‘বাংলাদেশ যদি ভারতে খেলতে না সে তাহলে ১৯ দল নিয়েই বিশ্বকাপ খেলা উচিত। সময় নষ্ট করা ঠিক না। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না সেটা দেখা বিসিসিআই কিংবা আইসিসির কাজ না।’

