বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৯ কোটি ২০ লাখে বিক্রির পর চুক্তি বাতিল, মুস্তাফিজ এখন কত পাবেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

৯ কোটি ২০ লাখে বিক্রির পর চুক্তি বাতিল, মুস্তাফিজ এখন কত পাবেন?

মুস্তাফিজুর রহমান ইস্যুতে বেশ এক পালা ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল তাকে। সাবেক চ্যাম্পিয়নদের জার্সিতেই এবার মাঠ মাতানোর কথা ছিল দ্য ফিজের। তবে ভারতের রাজনৈতিক রোষের শিকার হয়ে খেলা হচ্ছে না তার। বিসিসিআই মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে, কেকেআরও সে নির্দেশ পালন করেছে।

মুস্তাফিজ ইস্যুতে এরপর হয়েছে আরও অনেক কিছুই। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরও করবে না টাইগাররা, ফলে সূচিতেও বদল আসছে। এছাড়া ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা তো আছেই। এসবের মাঝেই নতুন করে আলোচনা, খেলতে না পারায় এখন মুস্তাফিজ কত টাকা পাবেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন- ‘বাংলাদেশ ভারতে আসবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার’

আরও পড়ুন- ‘আশা করি মুস্তাফিজের মতো মাশরাফিকেও বাদ দেবে ভারত’

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে কেকেআর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হলেও পুরো ঘটনার পেছনে মুস্তাফিজের ব্যক্তিগত কোনো ভূমিকা বা পেশাদার ত্রুটি ছিল না। এক্ষেত্রে তাই মুস্তাফিজ চুক্তির কোনো অংশ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠেছে। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে চুক্তি বাতিল হলেও বাংলাদেশের পেসার মুস্তাফিজ কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

আরও পড়ুন- আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া


বিজ্ঞাপন


আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক রূপ নেয়। সেই প্রেক্ষিতেই বিসিসিআই হস্তক্ষেপ করে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন- মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার

এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা নিরপেক্ষ ভেন্যুতে নেওয়ার দাবি তোলে। পুরো ঘটনায় খেলোয়াড়ের অধিকার নিয়ে প্রশ্ন উঠলেও, সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে বিদ্যমান বিমা কাঠামোর আওতায় মুস্তাফিজের ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই।

পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে আইপিএলের এক সূত্র বলেন, “আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমার আওতায় থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি ক্ষতিপূরণ পায়। সাধারণভাবে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়। ভারতের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভালো, কারণ বিসিসিআই তাদের বেতন দেয়।”

কিন্তু মুস্তাফিজের বিষয়টি এই নিয়মের মধ্যে পড়ে না। কারণ তাঁর চুক্তি বাতিলের কারণ কোনো চোট বা ক্রিকেট-সংক্রান্ত নয়। ফলে চুক্তিগতভাবে কেকেআরের তাঁকে কোনো অর্থ পরিশোধের বাধ্যবাধকতা নেই।

সূত্রটি আরও বলেন, “বিমার আওতায় দাবি করার মতো কিছুই এখানে নেই। এই পরিস্থিতি কভার করে না বিমা। তাই কেকেআরের এক পয়সাও দেওয়ার আইনগত দায় নেই। দুর্ভাগ্যজনক হলেও মুস্তাফিজের সামনে বাস্তবসম্মত একমাত্র পথ হতে পারে আইনি ব্যবস্থা নেওয়া। তবে আইপিএল ভারতীয় আইনের অধীন, আর কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এ ধরনের আইনি ঝামেলায় যেতে চান না বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর দ্বারস্থ হতে আগ্রহী নন।”

একই সঙ্গে ভারত–বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাও আইনি পদক্ষেপের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। “ভারত–বাংলাদেশ সম্পর্ক ভারত–পাকিস্তানের মতো স্থির নয়। আগামী বছর পরিস্থিতি বদলাতেও পারে। এই অনিশ্চয়তায় কে-ই বা আইনি ঝুঁকি নিতে চাইবে?”, যোগ করেন ওই সূত্র।

সব মিলিয়ে, বড় অঙ্কে নিলামে বিক্রি হওয়া সত্ত্বেও এবং কোনো শৃঙ্খলাভঙ্গ বা পেশাদার ব্যর্থতা ছাড়াই মুস্তাফিজ কার্যত খালি হাতেই আইপিএল অধ্যায় শেষ করতে চলেছেন। রাজনৈতিক ও প্রশাসনিক কারণে সৃষ্ট এই পরিস্থিতি আবারও দেখিয়ে দিল, মাঠের বাইরের সিদ্ধান্তে খেলোয়াড় সুরক্ষার সীমাবদ্ধতা কতটা প্রকট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর