বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া

ক্রিকেটের মাঠের লড়াই এবার রাজনৈতিক রঙ নিয়েছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার আইপিএল ২০২৬-এর সব ম্যাচের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।

গত ডিসেম্বরে আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুরকে ৯.২ কোটি টাকায় কিনে নেয়। কিন্তু সাম্প্রতিক 'পরিস্থিতি' (বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা) দেখিয়ে বিসিসিআই কে কেআরকে নির্দেশ দেয় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। কেকেআর সেই নির্দেশ মেনে মুস্তাফিজুরকে রিলিজ করে। 


বিজ্ঞাপন


আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, বাংলাদেশের ৪ ম্যাচ খেলার কথা ভারতের মাটিতে। বিকল্প ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের দাবি বিসিবির। এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিসিবি চিঠিও দিয়েছে।

‘ক্রিকবাজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী এক-দুদিনের মধ্যে এ বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে।

এতে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনগণের মনে 'দুঃখ, কষ্ট ও রাগ' সৃষ্টি হয়েছে বলে মনে করে সরকার। ৫ জানুয়ারি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিসিসিআই-এর এই সিদ্ধান্তের 'কোনো যৌক্তিক কারণ' জানা যায়নি। জনস্বার্থে আইপিএলের সব ম্যাচ, প্রচারণা ও সম্পর্কিত অনুষ্ঠানের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। 

এদিকে আইপিএল সম্প্রচার বন্ধ করা নিয়ে ভারতের সাবেক বিসিসিআই কর্মকর্তা দেশটির ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেছেন, “যে অ্যাকশন হয়েছে, তার রিঅ্যাকশন তো হবেই। তাকলিফ হয়েছে, তাই প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে আইপিএল বা ভারতের উপর এর কোনো প্রভাব পড়বে না।” 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর