সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার

ফের ভারতের রাজনৈতিক রোষের শিকার ক্রিকেট। এবার ঘটনাটা ঘটেছে বাংলাদেশের সঙ্গেই। আইপিএলের খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসারকে চড়া দামে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন না ফিজ। চোট কিংবা অন্য কোনো সমস্যা নয়, মুস্তাফিজের খেলার পথে বাধা ভারতেরই ক্রিকেট বোর্ড। রাজনৈতিক টানাপোড়েনের কারণে মুস্তাফিজকে বাদ দিতে বলেছে বিসিসিআই। 

নিলাম থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এখন কেনো খেলতে দেওয়া হপবে না, এই ক্ষোভে ফুঁসছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। একই ইস্যুতে বিসিসিআই ধুয়ে দিয়েছেন ভারতেরই সাবেক ক্রিকেটার। ২০২৬ আইপিএল সামনে রেখে নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজসহ সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। মোস্তাফিজকে নিলাম থেকে নিয়ে তারপর বাদ দেওয়ায় বিসিসিআইকে রীতিমতো ধুয়ে দিয়েছেন কীর্তি। 


বিজ্ঞাপন


প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘নিলামের পুলটা কে তৈরি করেছে? তালিকাটা তো বিসিসিআইয়েরই তৈরি করা। সেখানে সাত বাংলাদেশি ক্রিকেটার ছিল। কলকাতা সেখান থেকে নিয়েছে মোস্তাফিজকে। শাহরুখ খান তো নিলামে থেকে নাম (মোস্তাফিজের নাম) ডাকেননি। তাদের (কলকাতা) বোলিং লাইনআপ কম শক্তিশালী ছিল বলেই মোস্তাফিজকে উঠিয়েছে। আইপিএলে ৯০ ম্যাচে ৯৬ উইকেট (৬০ ম্যাচে ৬৫ উইকেট) ৮.১৩ ইকোনমি; সবই পড়েছি আমি। আমার তো মাথায় আসছে না তারা কী করল।’

নিলামে কেনো নাম তোলা হল, এ বিষয়ে প্রশ্ন করে কীর্তি বলেন, ‘প্রথম কথা, বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, তাহলে তার নাম কেন দেওয়া হলো (নিলামের তালিকায়)? নিলাম থেকে একবার যখন তোলা হলো, তারাই (বিসিসিআই) বাদ দিত। কলকাতা কেন তাকে বাদ দিল? বাদ দিয়ে আপনিই বলছেন, তাকে (মোস্তাফিজ) বাদ দিয়ে অন্য কাউকে নেন। আজব ব্যাপার।’

অপারেশন সিদুর এবং এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর বিষয় নিয়েও কথা বলেছেন কীর্তি। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর হলো। সেখানে (এশিয়া কাপে) পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারত হাত মেলায়নি। সেখানেও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। অনুরাগ ঠাকুর ও জয় শাহ দুবাইয়ে শহীদ আফ্রিদির সঙ্গে বসে খেলা দেখেছেন, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। এই শহীদ আফ্রিদি যখনই সুযোগ পান, কাশ্মীর-কাশ্মীরি ও ভারতকে নিয়ে আগুন ঢেলে দেন। তাঁর সঙ্গে বসে খেলা দেখাটা এখন তাহলে সঠিক! এটা তো হতে পারে না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর