বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘আশা করি মুস্তাফিজের মতো মাশরাফিকেও বাদ দেবে ভারত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

‘আশা করি মোস্তাফিজের মতো মাশরাফীকেও বাদ দিবে ভারত’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় তোলপাড় আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে। পাকিস্তানের পর ভারতের রাজনৈতিক রোষের শিকার এবার বাংলাদেশ। নিলামে ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেলেও বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। এমন সিদ্ধান্ত শুধু প্রতিবেশি এই দুই দেশই নেওয়, আন্তর্জাতিক ক্রিকেটেই বিতর্কের জন্ম দিয়েছে। 

এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতেই পরিবর্তন আসতে চলেছে। ভারতের গিয়ে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ফলে টাইগারদের ম্যাচগুলো স্থানান্তরিত হতে পারে শ্রীলঙ্কায়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দিয়েছে সরকার। 


বিজ্ঞাপন


এদিকে ভারতের মুস্তাফিজকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। সে তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনায়েদ খানও। তিনি আইপিএল থেকে মুস্তাফিজের মত মাশরাফিকেও বাদ দেওয়ার প্রশ্ন সামনে এনেছেন। 

FkFc0cVUEAA-Y2q

অনেকেই ভাবতে পারেন, মাশরাফি তো আইপিএলে নেই, তাঁকে বাদ দিবে কেনো? আসলে আইপিএলের লোগোতে যে ব্যাটিং শটের অবয়ব দেখা যায় তা মাশরাফিরই একটি আইকনিক শট থেকে নেওয়া বলে অনেকেই ধারণা করেন। যদিও ভারত বা আইপিএল কর্তৃপক্ষ তা কখনো স্বীকার করেনি। 

Screenshot_2026-01-05_150220


বিজ্ঞাপন


গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন জুনায়েদ খান। সেখানে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, আইপিএলের লোগোটি অনেকেই এবি ডি ভিলিয়ার্সের শট ভেবে থাকলেও, বাস্তবে সেটি মাশরাফি বিন মোর্ত্তজার ব্যাটিং শট অনুসরণ করেই তৈরি।

এই ভিডিও শেয়ার করে জুনায়েদ মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মোস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলেছে, তাতে তাঁর ধারণা- একসময় এই লোগোটিও বদলে ফেলা হতে পারে, যেটি মাশরাফির শট থেকে অনুপ্রাণিত। 

আইপিএলে মাশরাফি মাত্র একটি ম্যাচ খেলেছেন, সেটিও ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর