মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় ক্রিকেটাঙ্গণে চলছে এ বিষয়ে নানা আলোচনা-সমালোচনা। এই আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংও।
বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি থাকায় আইসিসি নাকি ইতোমধ্যে সূচি পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করছে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে হারভজন সিং বলেন, “গত কয়েক দিনে যেসব ঘটনা ঘটেছে, তার কারণে বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল। আইসিসিকে তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা (বাংলাদেশ) এখানে আসতে চায় কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।”
একটি সাধারণ আইপিএল নিলাম থেকেই বিষয়টি ধীরে ধীরে কূটনৈতিক জটিলতায় রূপ নিয়েছে, যার প্রভাব আইপিএলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আইপিএল ২০২৬ মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি রুপিতে দলে ভেড়ানোর পরই বিতর্কের সূত্রপাত।
নিলামের কয়েক সপ্তাহ পর ভারতে কিছু জনপরিচিত ব্যক্তি ও প্রান্তিক গোষ্ঠী কেকেআর ও সহ-মালিক শাহরুখ খানের বিরুদ্ধে প্রচার শুরু করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। সামাজিক মাধ্যমে এই চাপ আরও বাড়তে থাকে, এমনকি আইপিএল থেকে সব বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবিও উঠে আসে।
প্রথমদিকে নীরব থাকলেও ৩ জানুয়ারি বিসিসিআই হস্তক্ষেপ করে। বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেন, ‘সাম্প্রতিক কিছু কারণের’ কথা উল্লেখ করে কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কেকেআর জানায়, তাদের আর কোনো উপায় ছিল না।
বিজ্ঞাপন
আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো চুক্তিবদ্ধ ক্রিকেটারকে মৌসুম শুরুর কয়েক মাস আগে ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়াই দল থেকে ছাড়তে বাধ্য করা হলো। ঘটনার দিনই বিসিবি জরুরি বৈঠক ডাকে এবং বাংলাদেশ সরকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।

