সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের আইপিএল শুরুর আগে বিপাকে দিল্লী ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ফের আইপিএল শুরুর আগে বিপাকে দিল্লী ক্যাপিটালস

আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে আর ভারত ফিরছেন না মিচেল স্টার্ক, ফাফ ডু প্লেসিস ও ডোনোভান ফেরেইরা। দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না তাদের।

এই সিদ্ধান্তে সবচেয়ে লাভবান হচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক। তিনি সরাসরি প্রস্তুতি নিতে পারবেন জুনের ১১ তারিখে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য। আইপিএলে এখন পর্যন্ত দিল্লির সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঁহাতি পেসার। ১১ ম্যাচে ২৬.১৪ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলের ম্যাচ বয়কটের দাবি!

আরও পড়ুন- আনচেলত্তিকে নিয়োগের পর ব্রাজিল ফুটবলের প্রধান বরখাস্ত

ডু প্লেসিস দিল্লির হয়ে আইপিএল শুরু করলেও মাঝপথে চোটের কারণে বাইরে চলে যান। যদিও সেই চোটের ধরন বা বিস্তারিত কিছু জানানো হয়নি ফ্র্যাঞ্চাইজি বা খেলোয়াড়ের পক্ষ থেকে। প্রোটিয়া এই ক্রিকেটার খেলেছেন মাত্র ৬ ইনিংস, যার মধ্যে দুটিতে হাফ সেঞ্চুরিও করেছেন। তবে মোট রান করেছেন মাত্র ১৬৮, গড় ২৮.০০ ও স্ট্রাইক রেট ১২৮.২৪।

ডোনোভান ফেরেইরার অবদান আরও সীমিত। এক ম্যাচে খেলেছেন, রান করেছেন মাত্র ১।


বিজ্ঞাপন


ডু প্লেসিসের অনুপস্থিতি দিল্লির জন্য বড় ধাক্কা। কারণ, ওপেনিংয়ে আরেক বিকল্প জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক আগেই ছিটকে গেছেন ফর্মহীনতার কারণে। এখন বাকি তিনটি গ্রুপ পর্বের ম্যাচে ওপেন করতে হতে পারে করুণ নাইর, কে এল রাহুল কিংবা অভিষেক পোরেলের মধ্য থেকে দুজনকে।

আরও পড়ুন-
ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল যাচ্ছেন সাকিব!
ভারত-পাকিস্তান উত্তেজনার পর ফিরছে আইপিএল, প্লে-অফের সমীকরণ
যৌন কেলেঙ্কারির জালে রিয়াল তারকা
টেস্টকে কোহলির বিদায়ের নেপথ্যে ব্যক্তিগত কথা জানালেন রবি শাস্ত্রী

এদিকে ভালো খবর হলো, ট্রিস্টান স্টাবস ফিরছেন দিল্লির স্কোয়াডে। তবে শুধু গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর জন্যই খেলবেন তিনি। এরপরেই তিনি চলে যাবেন ডব্লিউটিসি ফাইনালের জন্য।

বর্তমানে দিল্লির স্কোয়াডে যে কজন বিদেশি খেলোয়াড় আছেন, তারা হলেন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো হ্যারি ব্রুকের জায়গায় দলে আসা সেদিকুল্লাহ আতাল এবং দুশমন্ত চামিরা। স্টাবস থাকছেন শুধু গ্রুপ পর্ব পর্যন্ত। এছাড়া ম্যাকগার্কের বদলে দলে নেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। তবে মুস্তাফিজ বর্তমানে আরব আমিরাতে আছেন স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। টাইগারদের সিরিজ শেষে তিনি দিল্লীর স্কোয়াডে যোগ দিতে পারেন। 

দিল্লির পরবর্তী ম্যাচ ১৮ মে, নিজেদের মাঠে ঘরের দল গুজরাট টাইটানসের বিপক্ষে। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে এবারের আইপিএল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর