শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল যাচ্ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১০:৫২ এএম

শেয়ার করুন:

ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব!

প্রায় ছয় মাসের দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলে ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচেই কালান্দার্সের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে।

সাকিবের সঙ্গে কালান্দার্স দলে যুক্ত হয়েছেন আরেক বাংলাদেশি, তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে লাহোর কালান্দার্স। তাদের লিগ পর্বের আর মাত্র একটি ম্যাচ বাকি ১৮ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে প্লে-অফে জায়গা পাবে তারা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৭ মে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।

জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে। এরপর চোট ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। পিএসএলে ফেরার মধ্য দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর