রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

কয়েক ঘণ্টার অপেক্ষা আর মাত্র, এরপর মাঠে গড়াতে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে শুরুতে ভেন্যু নিয়ে অনেক টানাপোড়েন, নানা বিতর্ক আর অনিশ্চয়তার পর অবশেষে আজ পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে দীর্ঘ আট বছর পর্দা উঠছে এই টুর্নামেন্টের। আসরের দ্বিতীয় দিনে কাল মাঠে নামছে বাংলাদেশ-ভারত। তারপর গ্রুপের অপর দুই খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান।

২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গত বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে শান্ত বাহিনী।  


বিজ্ঞাপন


কাল মুশফিক-শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে লিখেন, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তারসঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।

ওয়ানডে ফরম্যাটের এই মিনি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এসেছিল ২০১৭ সালে, যখন মাশরাফির নেতৃত্বে সেমিফাইনালে খেলেছিল দল। সেই আসরের ছয়জন ক্রিকেটার এবারও স্কোয়াডে আছেন-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অভিজ্ঞতার দিক থেকে এবার বেশ শক্তিশালী একটি দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।


বিজ্ঞাপন


এদিকে মাশরাফি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের কিছু ঘটনায় আলোচনায় ছিলেন তিনি। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নিরবতা নিয়ে সমালোচনা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে অবশ্য একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখপ্রকাশ করেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub