রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

নতুন করে শঙ্কায় রিয়াল, ১৩ মাস পর ফিরে আবার চোটে আলাবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

নতুন করে শঙ্কায় রিয়াল, ১৩ মাস পর ফিরে আবার চোটে আলাবা

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। এদিকে সামনেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের ম্যাচ। এ ম্যাচের আগে রক্ষণের শক্তি আরও কমেছে রিয়ালের। চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরতে না ফিরতেই আবার চোটে পড়েছেন আরেক ডিফেন্ডার ডেভিড আলাবা।

হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার এদের মিলিতাও, এসিএলের চোটে এ মৌসুমে আর খেলা হবে না দানি কারভাহালেরও। আবার মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও আছেন চোটে। এদিকে মৌসুমে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে রিয়াল মাদ্রিদ।


বিজ্ঞাপন


কদিন পরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও। বড় ম্যাচের আগে শঙ্কার কালো মেঘের মতোই এসেছে রুডিগারের চোট। এ তালিকায় সবশেষ সংযোজন আলাবা।

চোট কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরেছিলেন আলাবা। গত ১৮ জানুয়ারি লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে আলাবা মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। অস্ট্রিয়ান ডিফেন্ডার পরে আরও তিনটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন।

তবে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি আলাবার। এরপর জানা গেলো, ফের চোটে পড়েছেন আলাবা। নতুন করে বাঁ পায়ের অ্যাডাক্টরে চোট পেয়েছেন আলাবা। তিনি আবার কবে মাঠে ফিরবেন তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁকে অন্তত ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আলাবার এই চোট কার্লো আনচেলত্তির কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর