রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বাস চাপায় একজন নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১২:২৭ এএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বাস চাপায় একজন নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় সেলফি পরিবহনের বাস চাপায় মো. ইয়াকুব আলী দেওয়ান (৭৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ইয়াকুব আলী সাটুরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের কামতা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন মৃত আজগর আলী দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব আলী মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি সেলফি পরিবহন বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রুমে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর