ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে পুরো দেশ যখন শোকাহত, ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, গত রোববার সকালে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় তার পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে, এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার রাতে ভুক্তভোগীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই ওই হাসপাতালে তার খোঁজখবর নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, শিশুটি ভালো আছে। তার বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
প্রতিনিধি/এইউ