হজের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফার ময়দানে অবস্থান (ওকুফ)। ৯ জিলহজ, আরাফার দিন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ দিন। এ দিনটি বিশেষ করে দোয়ার জন্য সর্বোত্তম সময় হিসেবে বিবেচিত। মহানবী (স.) এ দিনকে দোয়া কবুলের দিন বলেছেন।
আরাফার দিন কখন দোয়া করা সর্বোত্তম?
আরাফার দিনের শুরু ফজরের পর থেকে, তবে হাজিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো- জোহর ও আছরের নামাজ একত্রে আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টিই আরাফার মূল ওকুফের সময়।
রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।’ (তিরমিজি: ৩৫৮৫)
আরও পড়ুন: যে ৭ দোয়া জীবন বদলে দেবে
আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া, পড়তে ভুলবেন না
রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘আমি এবং আমার পূর্ববর্তী নবীরা আরাফার দিনে যে দোয়া করেছি, তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো— لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িং কাদির।’ অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।’ (তিরমিজি: ৩৫৮৫; মুয়াত্তা মালিক: ৫০০)
এই দিনে আরও যেসব দোয়া ও ইবাদত করবেন
- তওবা ও ক্ষমা প্রার্থনা
- আত্মশুদ্ধির দোয়া
- পিতা-মাতা, পরিবার ও উম্মাহর জন্য দোয়া
- বেশি বেশি তাকবির, তাহলিল, তাসবিহ ও হামদ
- কোরআন তিলাওয়াত ও দরুদ শরিফ পাঠ
আরও পড়ুন: আরাফার রোজা সৌদির হিসাবে রাখবেন নাকি বাংলাদেশের?
হাদিসে আরাফার দিনের ফজিলত
এই দিন মহান প্রভুর রহমতের জোয়ার প্রবলবেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন, ‘আরাফা দিবসের তুলনায় এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন, তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ববোধ করে বলেন, এরা কি চায়? (সহিহ মুসলিম, মেশকাত: ২৫৯৪)
আরাফার দিন দোয়া ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। হাজি হোন বা না হোন—প্রত্যেক মুসলমানের উচিত এ দিনটিকে ইবাদত, দোয়া ও আল্লাহর দিকে ফেরার মাধ্যমে পূর্ণভাবে কাজে লাগানো। বিশেষ করে উপরের দোয়াটি বারবার পাঠ করা ঈমানের বিশুদ্ধ বাতাসের মতো। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।

