ইতেকাফ একটি বড় ফজিলতপূর্ণ ইবাদত। এই ইবাদত প্রত্যেক মুসলমানের জন্য স্বেচ্ছায় পালনীয়। পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। অর্থাৎ এলাকা বা মহল্লার মসজিদে একজন ইতেকাফ করলেও মহল্লার সবার ইতেকাফের সুন্নত আদায় হয়ে যায়। কিন্তু কেউ ইতেকাফে না বসলে ওই মহল্লা বা এলাকার সবাই গুনাহগার হবেন। (হেদায়া, ফাতহুল কাদির: ২/৩০৪ রদ্দুল মুহতার: ২/৪৪২ খুলাসাতুল ফতোয়া: ১/২৬৭ ইলাউস সুনান: ১৬/১৭২-৭৩; রদ্দুল মুহতার: ৬/৫৫)
সুন্নত ইতেকাফের জন্য ২০ রমজান সূর্যাস্তের আগেই ইতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবে। (বুখারি: ২০২৭)
বিজ্ঞাপন
এক মহল্লায় একাধিক মসজিদ থাকলে প্রত্যেক মসজিদে ইতেকাফ করা উত্তম; তবে তা জরুরি নয়। বরং যেকোনো মসজিদে ইতেকাফ করলে মহল্লাবাসীর পক্ষ থেকে যথেষ্ট। (রদ্দুল মুহতার: ২/৪৪২, ২/৪৫, ফতোয়ায়ে মাহমুদিয়া : ১৭/১৬৯)
আরও পড়ুন: নবীজির ইতেকাফ যেমন ছিল
কোনো গ্রামের মসজিদে অন্য গ্রামের লোকের ইতেকাফের দ্বারা ওই গ্রামের সবার পক্ষ থেকে ইতেকাফের সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া আদায় হয়ে যাবে। তবে গ্রামবাসীর জন্য উচিত তাদের মধ্য থেকে কেউ ইতেকাফে বসা। (ফতোয়ায়ে মাহমুদিয়া: ১৭/১৭১)
ইতেকাফ স্বেচ্ছায় পালন করতে হবে। শরিয়তে বিনিময় দিয়ে ভাড়া করে ইবাদত পালন করার সুযোগ নেই। তাই কাউকে টাকার বিনিময়ে ইতিকাফ করা এবং করানো সম্পূর্ণ নাজায়েজ, এভাবে ইতিকাফ করানোর দ্বারা মহল্লাবাসী দায়মুক্ত হতে পারবে না। (রদ্দুল মুহতার: ২/৫৯৫, ফতোয়ায়ে মাহমুদিয়া: ১৭/১৭১)
বিজ্ঞাপন
আলেমদের মতে, উত্তম হলো নিজ এলাকার মসজিদে ইতেকাফ করা। তবে যদি নিজ এলাকার মসজিদে ইতেকাফে বসার মতো লোক থাকেন এবং অন্য মসজিদে আমলের পরিবেশ বেশি থাকে তাহলে অন্য মসজিদেও ইতেকাফ করার অনুমতি আছে।
আরও পড়ুন: রমজানে দুয়েক দিন ইতেকাফ করা যাবে?
ইতিকাফের বিশেষ ফজিলত রয়েছে। প্রত্যেকেরই তা অর্জনে সচেষ্ট হওয়া উচিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন- مَنِ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلاثَ خَنَادِقَ ، كُلُّ خَنْدَقٍ أَبَعْدُ مِمَّا بَيْنَ الْخافِقَيْنِ ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করে আল্লাহ তার ও জাহান্নামের আগুনের মাঝে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করে দেন; যা পূর্ব-পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব। (তাবারানি: ৭৪২০ হাকিম: ৪/২৬৯ বায়হাকি: ৩/৪২৪)
আল্লাহ তাআলা আমাদেরকে ইতেকাফের মতো মর্যাদাপূর্ণ ইবাদতে শামিল হওয়ার তাওফিক দান করুন। ইতেকাফের সকল বিধান মেনে চলার তাওফিক দান করুন। আমিন।