শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মাসয়ালা

মাসয়ালা আরবি শব্দ, এর অর্থ কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া বা প্রশ্ন করা। সাধারণত কুরআন হাদীসের নির্দিষ্ট কোনো বিষয়কে মাসয়ালা বলা হয় যেটি মানুষের জানা প্রয়োজন। বহুবচন মাসায়েল। যেমন, সালাতের মাসয়ালা, ওযুর মাসয়ালা, কুরবানির মাসয়ালা ইত্যাদি। গবেষক ও পণ্ডিতগণ ফিকহের কিতাবে বিভিন্ন মাসআলা লিপিবদ্ধ করেছেন।

শেয়ার করুন: