বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

শবে কদর

আরবি ‘লাইলাতুল কদর’ এর ফারসি হলো ‘শবে কদর’। ‘লাইলাতুল কদর’ বা ‘শবে কদর’ অর্থ সম্মানিত, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত ও ভাগ্যনির্ধারণী রজনী। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটি হাজার মাসের চেয়েও উত্তম এবং এ রাতে ফজর পর্যন্ত কল্যাণ, রহমত, বরকত ও শান্তি বর্ষণ করা হয়।

শেয়ার করুন: