রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মসজিদে নববিতে ৪৭০০ ইতেকাফকারী, পাচ্ছেন একগুচ্ছ সেবা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

মসজিদে নববিতে ৪৭০০ ইতেকাফকারী, পাচ্ছেন একগুচ্ছ সেবা

সৌদি আরবের মদিনার মসজিদে নববিতে এ বছর রমজানে ইতেকাফ করছেন প্রায় ৪ হাজার ৭০০ মুসল্লি। তাদেরকে খাবার ও স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন সেবা প্রদান করছে সৌদি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মসজিদে নববিতে ইতেকাফকারীদের জন্য চিকিৎসা সেবা, খাদ্য ও নিরাপত্তা-সহ একগুচ্ছ সেবা প্রদান করা হচ্ছে।


বিজ্ঞাপন


দ্য জেনারেল অথরিটি ফর দ্য প্রফেট’স মস্ক অ্যাফেয়ার্স ইতেকাফ পালনকারীদের জন্য ইফতার ও সেহেরির খাবারের পাশাপাশি মসজিদে প্রবেশের জন্য ব্রেসলেটসহ অন্যান্য পরিষেবা এবং মোবাইল ফোন চার্জার প্রদান করছে।

আরও পড়ুন
ইতেকাফের গুরুত্ব ও ফজিলত
ইতেকাফের কিছু জরুরি মাসয়ালা
নবীজির মহামূল্যবান ১৪ অসিয়ত

পুরুষ ও নারী ইতেকাফ পালনকারীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইতেকাফ এলাকা সুরক্ষিত করার এবং এই ইবাদত পালনকারীদের সেখানে প্রবেশের জন্য নির্ধারিত গেটগুলোতে পারমিট চেক করার জন্য একটি অনুমোদিত নিরাপত্তা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রমজানের শেষ দশকে ইতেকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। প্রতিবছর রমজানের শেষ দশকের ইতেকাফে অধিক সওয়াব লাভের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান সৌদি আরবের পবিত্র দুই মসজিদে।


বিজ্ঞাপন


সূত্র : গালফ নিউজ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর