বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নফল নামাজের সেজদায় মনের চাওয়াগুলো বাংলায় বলা যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

নামাজ হলো ইসলামি শরিয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেজদা। কেননা সেজদায় আল্লাহ তাআলা বান্দার অধিক নিকটবর্তী হন। অন্য সময়ের চেয়ে সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নবীজি (স.) তাঁর উম্মতকে সেজদায় বেশি বেশি দোয়া করতে বলেছেন। (সহিহ মুসলিম: ১/৩৫৮, হাদিস: ১১১১)

দোয়ার ব্যাপারে নবী কারিম (স.) থেকে যেসব রেওয়ায়েত পাওয়া যায়, তা নফল নামাজের সেজদার সঙ্গে সম্পর্কিত। তাই ফরজ নামাজে নির্ধারিত দোয়ার বাইরে অন্য দোয়া নয়। সেজদায় যদি দোয়া করতেই হয় তাহলে নফল নামাজের সেজদায় করা এবং আরবি ভাষায় কোরআন-হাদিসে বর্ণিত দোয়াগুলো করা উচিত। আর কোরআন হাদিসে বর্ণিত দোয়া জানা না থাকলে নামাজের বাইরে মোনাজাতে বাংলায় প্রার্থনা করতে নিষেধাজ্ঞা নেই। নামাজে দোয়া করলে আরবিতেই করতে হবে। কেননা ইবাদত আরবি ছাড়া অন্য ভাষায় আদায় করার বিধান নেই। নামাজে যা কিছু করা হয় তা শরিয়ত নির্ধারিত এবং সবকিছু ইবাদতের অংশ। সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। (আদদুররুল মুখতার: ২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া: ২/৩, বাহরুর রায়েক: ১/৫৭৬; ফতোয়ায়ে শামি: ১/৫২১)


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেজদায় গিয়ে নবীজি যেসব দোয়া পড়তেন

তাছাড়া, নামাজে দুনিয়াবি দোয়া করা যাবে না। নবী কারিম (স.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই এ নামাজে মানুষের কথাবার্তার মতো কথা বলা উচিত নয়। নিশ্চয়ই এটি তাসবিহ, তাকবির এবং কোরআন তেলাওয়াতের স্থান। (সহিহ মুসলিম: ৫৩৭) 

থানবি (রহ.) বলেন, ‘এই হাদিস প্রমাণ করে যে নামাজের ভেতর দুনিয়াবি কথাবার্তা জায়েজ নেই। সুতরাং দুনিয়াবি দোয়া যেটা মানুষের কথার সঙ্গে সাদৃশ্য রাখে, সেটি বলাও জায়েজ নেই।’ আসলে নামাজে গিয়ে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়ার স্বপক্ষে সাহাবি কিংবা তাবেয়ি আমল করেছেন বা সমর্থন করেছেন মর্মে দলিল নেই। হাদিসে নবীজি (স.) উম্মতকে নিজ নিজ পছন্দ অনুযায়ী দোয়া করতে বলেছেন—এর অর্থ এমন নয় যে, অন্য ভাষায় করতে বলেছেন। এই জায়গাটায় বর্তমান আলেমদের কেউ কেউ ভুল বুঝে থাকেন। 

মনে রাখা উচিত, সাহাবায়ে কেরামরা চাইলে নিজ ভাষায় দোয়া করতে পারতেন, কিন্তু এরপরও দোয়াগুলো তাঁরা যত্নের সঙ্গে শিখে নিতেন এবং নবীজিও (স.) তাদেরকে দোয়াগুলো মুখস্থ করাতেন। 


বিজ্ঞাপন


উপরোক্ত আলোচনা থেকে এ বিষয়টি স্পষ্ট যে, ফরজ নামাজের সেজদায় আল্লাহর প্রশংসা সম্বলিত নির্ধারিত বাক্য এবং নফল নামাজের সেজদায় কোরআন-হাদিসে বর্ণিত দোয়া আরবিতেই করতে হবে। হুবহু আরবি দোয়া মুখস্থ না থাকলে সমার্থক বাক্য দিয়ে অন্য ভাষায় দোয়া করতে নিষেধাজ্ঞা নেই।

সুতরাং আমরা যারা আরবি দোয়া পারি না, তারা সুরা-তাশাহুদের মতো করে আরবি দোয়াগুলোও শিখে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির শেখানো দোয়াগুলো মুখস্থ করার তাওফিক দান করুন। সেজদায় বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন