টানা চার মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে সর্বশেষ ২০১৮ সালে বর্ধিত সভা করেছিল বিএনপি। ক্ষমতার পটপরিবর্তনে আওয়ামী লীগ বিদায় নেওয়ায় সাত বছর পর নির্বিঘ্নে বর্ধিত সভা করছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হতে যাওয়া বর্ধিত সভা নিয়ে প্রত্যাশার শেষ নেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে আনা এবং নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে হাইব্রিডদের সুযোগ না দেওয়াসহ নিজেদের প্রত্যাশার কথা হাইকমান্ডকে অবহিত করবেন তৃণমূলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে শুরু হতে যাচ্ছে এই সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি।
বিজ্ঞাপন
পাশাপাশি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতারাও সভায় অংশ নেবেন। ফলে সভার রুদ্ধদ্বার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ যারা পাবেন, তারা দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছে নিজেদের প্রত্যাশার ঢালি মেলে ধরতে চাচ্ছেন বলে জানা গেছে।
বরিশাল জেলার একটির উপজেলার সভাপতি নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে বলেন, ‘জানি না বক্তব্য রাখার সুযোগ পাব কিনা, তবে ইচ্ছে আছে। ৫ আগস্টের পর যারা এতদিন মাঠে ছিলাম, তারা কোণঠাসা হয়ে পড়েছি। নব্য বিএনপির লোকজন সুবিধা নিচ্ছে। কেন্দ্রকে এই বিষয়টি জানাতে চাই।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপিয়া ঢাকা মেইলকে বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কীভাবে সামনে পথ চলবে নেতাকর্মীরা, আশা করি সেই নির্দেশনা আসবে। একইসঙ্গে আমরাও মাঠের কর্মীদের যেন সবক্ষেত্রে মূল্যায়ন করা হয় সেই প্রত্যাশা দলের কাছ থেকে করব।’
বিজ্ঞাপন
এর আগে, সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয়, যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন তিনি।
সভা থেকে কী বার্তা আসতে পারে —এ প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যেসব নেতৃবৃন্দ বর্ধিত সভায় আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের ওপর ভিত্তি করেই…কী চান তারা… অনেক দিন ধরেই তারা আমাদের এত বড় আন্দোলন গেল, আরও নানা বিষয় আছে…কী ধরনের প্রস্তাব গ্রহণ করা যায়, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা আসবে।’
বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা উঠে আসবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বিশেষ করে সারাদেশে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেমন কঠোর নির্দেশ থাকবে, তেমনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে জানাবেন।
যেসব আয়োজন দিয়ে সাজানো হয়েছে বর্ধিত সভা
বর্ধিত সভার প্রস্তুতি কাজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শেষ করেছে আয়োজক কমিটি। আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।
সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। একটি ফিল্ড হাসপাতাল করা হয়েছে, যেখানে কিছু বেড রাখা আছে। জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, অভ্যন্তরীণ বর্ধিত সভার একটি নির্দিষ্ট সময় সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিবের বক্তব্যের সময়টুকু মিডিয়া কভারেজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাকি সময় শুধু দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
কারা থাকছেন অতিথি হিসেবে
জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতারা এই বর্ধিত সভায় অংশ নিবেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা, সব মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন।
এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গসহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সেসব নেতারাও অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী চলে এসেছেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নেতাকর্মী ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও সভায় অংশ নেবেন।
সেই নির্বাচনে যারা প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন, এবার তাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।
বিইউ/এমএইচটি