সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, হাওরে সাজ সাজ রব

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

loading/img
নৌকার আদলে প্রস্তুত হচ্ছে জনসভা মঞ্চ। ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকায় সফরে আসছেন। এদিন তিনি মিঠামইনে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার গ্রামের বাড়িতে মেহমান হবেন।

প্রায় ২৫ বছর পর হাওরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এজন্য সেখানকার মানুষের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে পুরো হাওর এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উৎসাহ। এই সফরকে সফল করতে জোরেশোরে চলছে প্রস্তুতিও।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় প্রস্তুতি সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। দলীয় প্রধানের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এছাড়া হাওরে প্রতিদিন পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও আনন্দ মিছিল হচ্ছে।

এর আগে ১৯৯৮ সালের ৩ অক্টোবর মিঠামইনে প্রথমবার এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর আবারও মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তার এই সফর ঘিরে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হচ্ছেন প্রধানমন্ত্রী

জানা গেছে, দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নেবেন। এরপর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর আমলে হাওরের এত ব্যাপক উন্নয়ন হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এক সময় হাওরে মানুষ আসতে চাইত না, আর এখন দেখতে আসে। প্রধানমন্ত্রীর অবদানের কারণেই এই উন্নয়ন হয়েছে।

HH

এমপি তৌফিক জানান, প্রধানমন্ত্রী তাদের বাড়িতে মেহমান হবেন, এতে তারা খুবই খুশি। এজন্য হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় প্রধানমন্ত্রীর আপ্যায়নে তা রাখার চেষ্টা করবেন তারা।

হাওরাঞ্চলের সুস্বাদু পনির দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করানোর কথাও জানান রাষ্ট্রপতিপুত্র। তিনি জানান, প্রধানমন্ত্রী বরাবরই অষ্টগ্রামের পনির পছন্দ করেন। সেই পনির গণভবনে মাঝে-মধ্যেই পাঠানো হয়।

হাওরাঞ্চলের জন্য কোনো চাওয়া আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নেই। তিনি যা যা দরকার দিয়েছেন। তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। তিনি আসবেন এটাই আমাদের জন্য বড় পাওয়া।

আগামী ২৪ এপ্রিল বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ইতোমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। তাই রাষ্ট্রপ্রধানের পদ থেকে বিদায়ের আগে সরকারপ্রধানকে কৃতজ্ঞতাস্বরূপ নিজের বাড়িতে আপ্যায়ন করাতে চান রাষ্ট্রপতি। এ উপলক্ষে রাষ্ট্রপতি আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) পাঁচ দিনের সফরে নিজ বাড়ি মিঠামইনে যাচ্ছেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন