তথ্যপ্রযুক্তির বহুমাত্রিক উন্নয়নে স্মার্ট কার্ডের ব্যবহার বর্তমানে অপরিহার্য বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সিইসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তিনি উন্নয়ন করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে নতুনত্ব আর বহুমাত্রিকতা এনে দিয়েছেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বর্তমান সময়ে কেউ ব্যাংকে গেলে, বিমানে যেতে, পাসপোর্ট তৈরিতে এমনকি পুলিশের কাছে নালিশ জানাতে গেলেও ডিজিটাল স্মার্ট কার্ডের দরকার হয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিটি খাতে এই কার্ডটির চাহিদা দিন দিন বাড়ছে। যারা এই কার্ডটি পাবেন তাদের অনুরোধ করব এটি খুব যত্ন করে সংরক্ষণ করবেন। আর কয়েক কপি লেমেটেনিং করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্মার্টকার্ড বিতরণের যাবতীয় কাজটি নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করছি এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে।
একসময় সর্বত্র এই কার্ডটি ছড়িয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, যারা এই কার্ডটি পেয়েছেন, তারা অনেকে বিভিন্ন অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আমরা গুরুত্বের সঙ্গে সেই কাজটি করে দিচ্ছি।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, এই মাসেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন। এই মাসেই তিনি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছেন। আমরা অনেকে তাকে সরাসরি দেখেছি। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সবাইকে কাজ করে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ‘কোনোভাবেই খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী নির্বাচন কর্মকর্তা সম্রাট খীসা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আইএইচ