শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদ মেলায় উপচেপড়া ভিড়, হাসি-আনন্দে মাতোয়ারা শিশু-কিশোররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। ফলে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। তবে সকাল থেকেই তীব্র খরতাপ অনেকটা বাধা হয়ে দাঁড়ায় নগরবাসীর ঈদ উদযাপনে। কিন্তু বিকেলে তাপমাত্রা কমে এলে রাজধানীবাসী ঘরের বাইরে বেরিয়ে আসে।

প্রতিটি বিনোদন কেন্দ্রে দর্শকদের উপচেপড়া ভিড় লেগে যায়। মানুষের ভিড় জমে রাজধানীর আগারগাঁওয়ের ঈদ মেলাতেও।


বিজ্ঞাপন


সেখানে গিয়ে দেখা যায়, রঙিন পাতিল, হাতের কাজের বিভিন্ন পোশাক, গহনা ও ঘরসজ্জার অনুষঙ্গে পরিপূর্ণ স্টল। দর্শক-ক্রেতাদের ভিড় ও স্বত্বাধিকারীর ব্যস্ততা। এমন দৃশ্য অনেকটা পুরোনো দিনের মেলার কথা মনে করিয়ে দেয়।

মেলায় মুন বুটিক অ্যান্ড হ্যান্ডক্রাফ্টের স্টলের দৃশ্য এমন ছিল। ঢাকাবাসীর ঈদ আনন্দ হিসেবে মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঈদের দিন ও এর পরদিন এ মেলা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। 

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় বুটিক পণ্য, হস্তশিল্প, শুকনা খাবার, ঘরের আসবাবপত্রসহ নানা কিছুর স্টল বসেছে। প্রতিটি স্টলে ঢাকাবাসী ভিড় করছে। কেউ কেনাকাটা করছে, কেউবা জিনিসপত্র দেখছে।

মেলার পাশের মাঠে শিশুদের নিয়ে পরিবারের লোকজন ঈদ আনন্দে মেতেছে। অনেকে শিশুদের নাগরদোলায় উঠিয়ে দিয়ে অপেক্ষা করছে। আবার কেউ কেউ সন্তানদের মাঠে ছেড়ে দিয়ে আড্ডায় মেতেছে। সব মিলিয়ে পুরো মাঠজুড়ে ঈদ আনন্দের ঐক্যতান বইছে। 


বিজ্ঞাপন


আয়োজন সূত্রে জানা যায়, মেলায় বিভিন্ন পণ্যের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ১০০টির বেশি স্টল বসেছে। মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিভিন্ন উদ্যোক্তারা স্টলের জন্য কোনো ভাড়া পরিশোধ ছাড়াই এ মেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। কাজটি যুব উন্নয়ন অধিদফতর তত্ত্বাবধান করছে। 

মেলাজুড়ে উপচেপড়া ভিড়

মেলার গেট থেকে শুরু করে শেষ স্টল পর্যন্ত প্রচুর ভিড় দেখা গেছে। মেলার প্রতিটি স্টল ছিল ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায়। সন্তানদের বায়না মেটাতে দেখা গেছে অভিভাবকদের। মেলায় কোনো ধরনের টিকিট ও ফি না থাকায় সবাই সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া মেলার বাইরের অংশে পরিবার নিয়ে উৎসবে মেতেছে শিশু ও অভিভাবকরা।

মেলায় পরিবার নিয়ে ঘুরতে এসেছেন জুয়েল রানা। তিনি বলেন, অনেক দিন পর ঈদ উপলক্ষে পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ পেয়েছি। ফাঁকা ঢাকায় এমন জমজমাট আয়োজন খুবই দারুণ। এছাড়া এখানের খোলা জায়গায় ছোট বাচ্চারা দৌড়াদৌড়ির সুযোগ পাচ্ছে। আমরা নিজেরাও বাইরে গল্প করছি। সব মিলিয়ে ভালো সময় কাটছে।

বান্ধবীর সঙ্গে দেখা করতে দুই মেয়েসহ আসমা বেগম মেলায় এসেছেন। এমন আয়োজনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন পর বান্ধবীর সঙ্গে দেখা হলো। মেয়েদের মেলায় ঘোরার জন্য বলেছি। বড় মেয়ে পিচ্চিটাকে নিয়ে মেলা ঘুরছে। আমি বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছি। সব মিলিয়ে খুবই চমৎকার। এমন আয়োজন প্রতি ঈদে হোক।

এএসএল/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub