ঈদের দিন রাজারবাগ পুলিশ লাইনসে বেশ কিছু সময় কাটিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের ঈদের আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশ সদসদ্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কুশল বিনিময় করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের আইজি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এএস