শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নামাজ শুরুর আগে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে যা বললেন ইমাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। তবে, প্রধান উপদেষ্টার অংশগ্রহণ করা জামাতে দেখা গেছে ব্যতিক্রমী এক ঘটনা।

সোমবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচারের সময় এই দৃশ্য দেখা গেছে। 


বিজ্ঞাপন


ঈদগাহের জামাত শুরুর প্রাক্কালে প্রধান উপদেষ্টার নিরাপত্তায় থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) বিভিন্ন বাহিনীর সদস্যরা জামাতে অংশগ্রহণ করেননি। অংশ নেয়নি পেশাগত কাজে যাওয়া সাংবাদিকরাও। 

বিষয়টি নজরে আসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেকের। এ সময় তিনি নামাজের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টাকে। ঈদের নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সামনে থেকে ইমাম মাওলানা আব্দুল মালেক সাহেব পেছনে এসে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। 

এ সময় ঈদগাহের প্রধান ইমামকে বলতে শোনা যায়, ‘স্যার ওনাদের (বডিগার্ড ও সাংবাদিক) জামাতে শরীক হওয়া উচিত, অধিকাংশ মুসলমান-ই হওয়ার কথা।

প্রধান ইমামের কথা শুনে, পেছন থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক এসএসএফ সদস্য এসে ইমামকে আশ্বস্ত করেন যে, নিরাপত্তায় নিয়োজিত সদস্য ও সাংবাদিকরা পরে নামাজ আদায় করে নিবেন। এরপর, ইমাম ঈদের প্রধান জামাত শুরু করেন। 


বিজ্ঞাপন


ঈদের প্রধান জামাতের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, ২৫ হাজার ৪শ’ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেছেন।

ঈদের প্রধান জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা ছিল।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub