পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। উত্তরবঙ্গের প্রধান বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুরে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের চাপ আগের চেয়ে বেশি দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, আজ থেকে কেবল ভিড় শুরু হয়েছে। গতকাল পর্যন্ত অনেক ফাঁকা গাড়ি গিয়েছে। যাত্রীরা জানান, বাসের টিকিট অগ্রিম কেনা ছিল তাই কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না।
সরেজমিনে দুই বাস টার্মিনালে দেখা যায়, গত কয়েকদিন সেভাবে যাত্রীদের চাপ দেখা না গেলেও আজ যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। আগাম টিকিট সব বিক্রি হওয়ায় কাউন্টারগুলোতে তেমন ভিড় নেই। দূরপাল্লার বাসগুলো অপেক্ষমাণ রয়েছে এবং মাইক্রোবাস চালকেরাও যাত্রী ডাকছেন। ঈদের তীব্র ভিড় না থাকায় যাত্রীরা ভাড়া নিয়ে দর-কষাকষির সুযোগ পাচ্ছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে এবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই।
বিজ্ঞাপন
বিআরটিএ সূত্রে জানা যায়, গাবতলী থেকে বিভিন্ন জেলার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাজশাহী ৬৯০ টাকা, বরিশাল ৭১২ টাকা, পটুয়াখালী ৮১৯ টাকা, যশোর ৬৭৯ টাকা, বাগেরহাট ৮৯৩ টাকা, কালীগঞ্জ ৯৯৩ টাকা, সাতক্ষীরা ৯২০ টাকা, বেনাপোল ৭৩০ টাকা, কুষ্টিয়া ৬৭৬ টাকা ও মেহেরপুর ৭২৮ টাকা।
কুষ্টিয়াগামী আব্দুল মালেক বলেন, আমার অগ্রিম টিকিট কাটা ছিল বাস আজ ২টায়। বাস আসতে আরো আধা ঘণ্টা সময় বেশি লাগবে তাই অপেক্ষা করছি। টিকিট কাটতে অতিরিক্ত ভাড়া দিতে হয়নি।
নওগাঁ যাওয়ার জন্য পরিবারসহ বাসের জন্য অপেক্ষা করছিলেন মাসুম আলী। তিনি বলেন, আমরা নিয়মিত এসআর পরিবহনে যাওয়া-আসা করি। আগেই সবার জন্য টিকিট করে রেখেছিলাম। কোনো ঝামেলা হয়নি। এখন বাস আসলেই উঠে যাব।
কল্যাণপুরে রাজশাহীগামী গ্রামীণ ট্রাভেলসের সিনিয়র এক কর্মকর্তা বলেন, আমাদের সরকারি নির্ধারিত মূল্যে আগাম সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন শুধু যাত্রীরা আসছেন এবং নির্দিষ্ট বাসে গন্তব্যে যাচ্ছেন। তবে আজ থেকে যাত্রীদের আসল চাপ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
গাবতলী বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের সিনিয়র কাউন্টার ম্যানেজার প্রভাত বলেন, আমাদের সব বাস সময় মতো ছাড়ছে। নির্দিষ্ট সিটের বাইরে কোনো যাত্রী গ্রহণ করা হচ্ছে না। আর সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এবার অনলাইনেও অনেক যাত্রী টিকিট ক্রয় করেছেন।
পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গাবতলী বাস টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও র্যাবের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
এএসএল/এফএ