শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

অটোরিকশা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরে অটোরিকশা-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মুজিবুর রহমান (৮৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হন।

রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার গঙ্গাবর্দী রয়েল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মুজিবুর রহমান সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত. ধনুউল্লাহ বেপারীর ছেলে। তিনি শহরতলীর কানাইপুরে একটি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী রয়েল ফিলিং স্টেশনের সামনে কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি অটোরিকশা ও ফরিদপুর থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মুজিবর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশা যাত্রী রোকসানা আক্তার (৪১) ও মুন্নি আক্তার (২৮) আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন