শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদের নামাজে এসে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ২

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের লালপুরে ঈদের নামাজে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি সমর্থিত দু’জন আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আরও পড়ুন

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে ফুফু-ভাতিজি নিহত, বাসে আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় বিএনপি ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে আওয়ামী লীগের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ হয়। এতে বিএনপি সমর্থিত দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর