বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তি পোহাতে হলো যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ মিনিট আটকে থাকে একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। এতে মেট্রোরেল যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
তবে কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।
এদিকে মেট্রোর ভেতরে আটকে থাকায় অস্বস্তিতে পড়েন যাত্রীরা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দিয়েছেন।
ব্যস্ত ও জ্যামের শহর রাজধানী ঢাকায় স্বস্তির বার্তা এনে দিয়েছে মেট্রোরেল সেবা। দিন দিন এই গণপরিবহনের চাহিদা শুধু বাড়ছেই। তবে একটি মাত্র রুটে চালু হওয়া মেট্রোরেল এই মেগা সিটির বাসিন্দাদের চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ধারণক্ষমতার তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ায় মেট্রোরেলে যাতায়াতে বাড়ছে বিড়ম্বনাও। বিশেষ করে চলতি রমজান মাসে অফিস ছুটির পর একসঙ্গে হাজার হাজার মেট্রোরেলে হুমড়ি খেয়ে পড়ায় অস্বস্তিও বাড়ছে। তবু যানজটের যন্ত্রণা থেকে মুক্তি এবং সময় সাশ্রয় হওয়ায় মেট্রোরেলই ভরসা নগরবাসীর।
বিজ্ঞাপন
জেবি