মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মতিঝিল উত্তর থানা জামায়াতের ঈদ উপহার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে দুঃস্থ গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে থানা আমির এস এম শামছুল বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের পরিচালনায় দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।


বিজ্ঞাপন


এ সময় হেলাল উদ্দিন বলেন, ‘যে কাজটি ছিল সরকারের, কিন্তু সেটি করছে জামায়াতে ইসলামী। আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে আমরা পুরো ঢাকা শহরকে অঞ্চলভিত্তিক ভাগ করে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। একাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করার আহ্ববান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবিরসহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর