ইসলাম প্রচারে বাড়াবাড়ি বা অতিরিক্ত কঠোরতা না করে মধ্যমপন্থা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মুখের মাধ্যমে যে দাওয়াত দেওয়া হয়, তার চেয়ে আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং আচরণের মাধ্যমে ইসলামিক দাওয়াত অনেক বেশি কার্যকর। সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের প্রভাব আরও বেশি হয়—এমনটিও উল্লেখ করেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
ড. আজহারী বলেন, ‘আমরা যখন ইসলামের দাওয়াত দেই, তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ বা মধ্যমপন্থা অনুসরণ করা উচিত।’ তিনি আরও বলেন, চিকিৎসকরা যখন ইসলামী দাওয়াত দেন, তখন মানুষ তাদের সম্মান করে এবং তাদের কথার গুরুত্ব আরও বেশি হয়ে ওঠে।
তিনি স্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘ফিরাউনের সময়েও আল্লাহ হযরত মুসা (আ.)-কে কোমল ভাষায় দাওয়াত দিতে বলেছেন। তাহলে আমাদের চারপাশে যারা জালিম, তারা কি ফিরাউনের চেয়ে বেশি?’
তিনি আরও বলেন, ইসলাম প্রচারে মুখের কথা নয়, বরং আচরণ, ব্যক্তিত্ব এবং সততা বেশি কার্যকরী। সবার আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন, তারপর অন্যদের শুধরানোর কথা বলা উচিত।
সেমিনারে প্রায় তিন হাজার চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞাপন
এছাড়া, সেমিনারে অন্যান্য অতিথির মধ্যে সকালে ‘ইবাদতের পরিবেশবান্ধব হাসপাতাল’ বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল-ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডা. ইসহাক মাসুদ। দুপুরে চিকিৎসায় নৈতিকতার চর্চা বিষয়ে বক্তব্য দেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন।
এমএইচ/এইউ