রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির আঙিনায় নির্মাণাধীন নতুন ভবনের বেজমেন্টের পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। ওই ভবনের কয়েকতলা ভূগর্ভস্থ কক্ষে ‘আয়নাঘর’ বা গোপন আটককেন্দ্র থাকতে পারে, এমন দাবি ওঠার পর এই উদ্যোগ নেওয়া হলো। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সেই আন্ডারগ্রাউন্ডের পানি নিষ্কাশন শুরু করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে সেখানে ভিড় করেছে উৎসুক জনতা।
বিজ্ঞাপন
এই ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমাদের ফোন দেওয়া হয়েছিল (সাধারণ মানুষ) ওই বাড়ির বেজমেন্টের পানি নিষ্কাশনের জন্য। পরে আমাদের একটি ইউনিট ওইখানে গিয়ে কাজ করছে। পানি নিষ্কাশনের পর এর ভেতরে কী রয়েছে তা দেখার জন্য মূলত আমাদের কাজ করতে বলা হয়েছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলারক্ষাকারী অন্য সব বাহিনীর সদস্যরাও রয়েছে।
এদিকে ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, অনেক খানি পানি সরানো হলেও এখনো উল্লেখযোগ্য কিছু চোখে পড়েনি। যে পানি জমা হয়েছে সেটা বৃষ্টির পানিও হতে পারে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের ষষ্ঠ মাস পূর্তির দিন গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে তার বাবা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনে কয়েকতলা পর্যন্ত বেজমেন্টের সন্ধান পাওয়া যায়। এই বেজমেন্টের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হয় এখানে স্বৈরাচার শেখ হাসিনার নতুন আয়নাঘর রয়েছে। তবে অনেকেই বলছেন, ভবনের গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহারের জন্য বেজমেন্টগুলো তৈরি করা হয়ে থাকতে পারে।
ইএ