সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদল নেতার বহিষ্কার দাবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

ছাত্রদল নেতার বহিস্কার দাবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের অপকর্মের অভিযোগে জনরোষের শিকার হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে পারভেজ সরকারের বহিস্কার দাবি জানান তিনি। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। 

মঙ্গলবার (৮ এপ্রিল) তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার দফতর সম্পাদক খন্দকার রাকিবুল ইসলাম রাকিব। এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে বলে জানান তিনি। 


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক আজ এই নির্দেশনা প্রদান করেছেন।

ওই পত্রে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক ৭ এপ্রিল সাদুল্লাপুর উপজেলাধীন ধাপেরহাট থেকে গাইবান্ধা আসছিলেন। এসময় তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজার নামক স্থানে পৌঁছলে সংক্ষুব্ধ জনতা কর্তৃক তাকে পথরোধ করে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করে এবং বহিষ্কার দাবি করে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাইবান্ধা জেলা শাখা দফতর সম্পাদক রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবলোকন করে। ঘটনার সত্যতা যাচাই ও যাচাইপূর্বক সাংগঠনিক ব্যবস্থা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার শাহীনকে আহবায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আমির হামজা ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিলকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

এ বিষয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম বলেন, উক্ত তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জেলা ছাত্রদল বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর