সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

উপকারি অ্যালোভেরার আছে ক্ষতিকর দিকও 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

হয়তো শুনে থাকবেন অ্যালোভেরা কোনো সুপারফুডের চাইতে কোনো অংশে কম নয়। ত্বক, চুল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্যের জন্য এর আশ্চর্যজনক উপকারিতা রয়েছে। বহু শতাব্দী ধরে তাই নানা প্রয়োজনে অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে। 

এটি চুলে উজ্জ্বলতা আনে, ত্বক সুস্থ রাখে। তবে এত উপকারি উপাদানটির কিছু ক্ষতিকর দিকও রয়েছে। কী সেগুলো? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


alovera1

অ্যালার্জি 

অ্যালোভেরা ত্বকের জন্য উপকারি হলেও, সরাসরি এর কাণ্ড থেকে জেল বের করে লাগালে এটি অ্যালার্জির কারণ হতে পারে। সরাসরি অ্যালোভেরা ব্যবহারে অ্যালার্জি, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, জ্বালাপোড়া, চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। 

পেটের সমস্যা 


বিজ্ঞাপন


অ্যালোভেরার পাতায় থাকে ল্যাটেক্স। অনেকেরই ল্যাটেক্সের প্রতি অ্যালার্জি থাকে, যা পেটের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। সরাসরি অ্যালোভেরার শাঁস খেয়ে ফেললে পেটে জ্বালা, খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। কমতে পারে পটাসিয়ামের মাত্রা। 

alovera2

পানিশূন্যতা 

অ্যালোভেরার রস অতিরিক্ত খেলে শরীরে জলশূন্যতা অর্থাৎ জলের সমস্যা দেখা দিতে পারে।, যার ফলে জলশূন্যতা দেখা দিতে পারে। অতিরিক্ত অ্যালোভেরার রস পান করলেও ডায়রিয়া হতে পারে।

রক্তে শর্করার মাত্রা হ্রাস 

অ্যালোভেরার রস পান করলে শরীরের রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি হলেও যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও, অ্যালোভেরা ডায়াবেটিস রোগীদের ইলেক্ট্রোলাইট ভারসাম্যকে ব্যাহত করতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের অ্যালোভেরা জুস খাওয়া আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। 

alovera3

গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর 

গর্ভবতী বা সদ্য মা হওয়া নারীদের অ্যালোভেরার রস এড়িয়ে চলা উচিত। অ্যালোভেরার রসের ত্বক সঙ্কুচিত করার বৈশিষ্ট্য রয়েছে। গর্ভাবস্থায় অ্যালোভেরা সেবন করলে সন্তানের জন্মের সময় জটিলতা দেখা দিতে পারে। তাই এটি গ্রহণ করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। 

অ্যালোভেরা উপকারি। তবে সেটি খেতে হবে বুঝেশুনে। নয়তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন