শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুর পৌর মেয়র জানে আলমের দায়িত্ব পালনে বাধা কাটলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১১:২১ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

বগুড়ার শেরপুর পৌর মেয়র জানে আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। এর ফলে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার আর বাধা রইলো না। 

মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বিএনপি নেতা শিমুল বিশ্বাস-নিরবসহ সাতজন রিমান্ডে

এর আগে আর্থিক অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে মেয়র জানে আলমের করা আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন।

এআইএম/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub