ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) আইন মন্ত্রণালয় এক আদেশে তার নিয়োগ বাতিল করে। এর আগে গতকাল তিনিসহ পাঁচজন প্রসিকিউটরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
নিয়োগের পরপরই প্রসিডিউটর সিলভিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের যোগসূত্র থাকার অভিযোগ উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে ঢাকা আইনজীবী সমিতিতে সদস্য পদে নির্বাচন করেছিলেন বলেও অভিযোগ পাওয়া যায় এবং বিভিন্ন প্লেকার্ড ফেসবুকে ঘুরতে দেখা যায়।
এসব সমালোচনার পর শুক্রবার তার নিয়োগ বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম।
এআইএম/জেবি