মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ: ভারতীয় বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ: ভারতীয় বিমানবাহিনী

পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে ভারতের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে পাকিস্তান, যার মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল। এ বিষয়ে ভারতের বিমানবাহিনী বলেছে, ‘ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ’। তবে বিস্তারিত আর কিছু বলেনি তারা। একইসঙ্গে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছেন।

রোববার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের বিমানবাহিনীর একজন মুখপাত্র প্রশ্নের জবাবে এসব কথা বলেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।


বিজ্ঞাপন


এর আগে, গত মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান।

পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার তিনটি ফ্রান্সের তৈরি রাফাল।

বুধবার (৭ মে) পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্রও বার্তাসংস্থা রয়টার্সের কাছে একই দাবি করেন। কিন্তু নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ইসলামাবাদ। অন্যদিকে, রোববারের (১১ মে) আগ পর্যন্ত নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

বুধবার (৭ মে) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানায়, অঞ্চলটিতে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তারা এই কথা জানানোর কয়েক ঘণ্টা আগেই ভারত জানিয়েছিল, তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’ নিশানা করে হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


ভারত জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল ২৫ মিনিট। স্থানীয় সময় ১টা ৫ মিনিটে হামলা শুরু হয়, শেষ হয় ১টা ৩০ মিনিটে। বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে একাধিক যুদ্ধবিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এটি প্রথমবারের মতো একটি অত্যাধুনিক ফ্রান্স নির্মিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা।

বৃহস্পতিবার (৮ মে) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এই দুই বিমানের অন্তত একটি রাফাল। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। এ ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর