আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে টানা ৯ মাস পর পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভোচারী বুচ উইলমোর।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টার কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের মহাকাশযান। সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা।
বিজ্ঞাপন
নাসার বিবৃতি বলছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লরিডার উপকূলে নামতে পারেন সুনীতাসহ চার মহাকাশচারী। বাংলাদেশের ঘড়িতে তখন বাজবে বুধবার ভোররাত ৩টা।
সুনীতাদের ফেরাতে রোববার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছায় স্পেসএক্সের মহাকাশযান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ। আগেই আইএসএস-এ সুষ্ঠু ভাবে যানটির ডকিং প্রক্রিয়া (অবতরণ) সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আন ডকিং প্রক্রিয়া শেষ হয়। অর্থাৎ, সুনীতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি।
গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। তার পর থেকে বার বার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বার বার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে।
আট দিনের সফর ৯ মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে।
-এমএমএস