বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, ক্ষোভ ঝাড়লেন ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কাজ করেছেন নাটক এবং ওয়েব ফিল্মে। তার বাইরে তিনি একজন সাহসী প্রতিবাদী নারী। ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর তিনি। সম্প্রতি তার সাথে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। 

গত রোববার (১৬ মার্চ) ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।   


বিজ্ঞাপন


480698983_1194495572035576_6846552420916989571_n

সেই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীদের। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।’

শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে এক যুবককে। যা অভিনেত্রীর দৃষ্টি এড়ায়নি।

480473527_1194497035368763_2773125459171289074_n


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে লিখেছেন, ‘গতকাল আমরা অনেক দিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে।তামিম ভাইয়া তুমি আসো।’

তিনি যোগ করেন, ‘যেহেতু তাসকিন আর আমি পূর্বপরিচিত, একেবারেই খুনসুটি থেকে বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছেন।’ 

484049009_1211526773665789_6705767316320114406_n

শবনম ফারিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কী বোঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?’

এরপরই আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশির ভাগ সময় ইগনোর করতে হয়। কিন্তু কেন ইগনোর করব? শুধু আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন, সবাইকেই যৌনকর্মী মনে হয়?’

480524000_1193749135443553_5136978090857433585_n

সবশেষ তিনি লিখেছেন, ‘দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কীভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক ‘সাজিদা ফাউন্ডেশনে’ এ কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক!’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন