সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

‘হিন্দুত্ববাদী’ দর্শনে বিশ্বাসী কর্মী নিয়োগ দিচ্ছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img

২০২৬ সালের ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজয়ের লক্ষ্যে একটি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে বিজেপি। 

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে ভোটে জমি চাষ করা হবে এই সংস্থা। ইতিমধ্যেই বিশ্লেষক সংস্থার সঙ্গে কাজ করার জন্য দলের তৃণমূলে নির্দেশ দেওয়া শুরু করেছেন নেতারা।


বিজ্ঞাপন


বিধানসভা নির্বাচনের বাকি মেরেকেটে এক বছর। নির্বাচনী লড়াইয়ের জন্য ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন দলের সর্ব স্তরের নেতাদের। 

পাশাপাশি, রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিও ‘রাজনৈতিক বিশ্লেষক’ সংস্থার দ্বারস্থ হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গবিজয়ের লক্ষ্যে ওই সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবে পদ্মশিবির। 

রাজনৈতিক বিশ্লেষক দলে মূলত কাজ করবেন ‘হিন্দুত্ববাদী’ রাজনৈতিক দর্শনে বিশ্বাসীরা। তাদের বয়স ৩৫ বছরের নীচে হতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের একটি নির্দিষ্ট ইমেল ঠিকানায় নিজেদের ‘বায়োডাটা’ পাঠাতে বলেছে বিজেপি। 

বেতন দেওয়া হবে মাসিক ৩৫ হাজার টাকা। আবেদনকারীর দু’চাকার বাহন (মোটরবাইক বা স্কুটার) অথবা যে কোনও ধরনের বাহন থাকা আবশ্যিক। শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’। স্মার্ট ফোন থাকতেই হবে। ল্যাপটপে কাজ করতে জানাও বাধ্যতামূলক। 


বিজ্ঞাপন


পাশাপাশিই, আবেদনকারীদের কম্পিউটার শিক্ষার ‘এমএস অফিস’ এবং ‘গুগ্‌ল’ সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি। বিজেপির জানিয়েছে, ওই নিয়োগের ক্ষেত্রে মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যদের আবেদন করতে বলা হয়েছে।

বিজেপি ছাড়া অন্য ‘হিন্দুত্ববাদী’ সংগঠনের সদস্যেরাও রাজনৈতিক বিশ্লেষক সংস্থাটির হয়ে কাজ করার জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভাগ করে কাজ করবে সংস্থাটি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন জিতেছিল বিজেপি। আর শাসক তৃণমূল ৩৪টি আসন থেকে কমে ২২ হয়ে যায়। মে মাসে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর জুন মাসে তৃণমূলের ‘রাজনৈতিক পরামর্শদাতা’র দায়িত্ব নেন প্রশান্ত কিশোর। 

তার সংস্থা আইপ্যাকের দু’বছরের পরিশ্রমের ফল হিসেবে তৃতীয় বার রাজ্যের ক্ষমতায় ফেরেন মমতা। প্রশান্ত অবশ্য এখন আর আইপ্যাকে নেই। তার জায়গায় ওই সংস্থার দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন। 

তার অধীনস্থ আইপ্যাক তৃণমূলকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জিততে সাহায্য করেছে। আইপ্যাকের পাল্টা সংস্থা নিয়োগ করে সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে চায় বিজেপি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন