সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রাম্পের নীতি উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধে মার্কিন সেনা!

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উপেক্ষা করে কিয়েভের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন মার্কিন সেনা!

২৫ বছর বয়সী উইলিয়াম নামে এক মার্কিন যুবক মার্চ মাসে স্বেচ্ছায় মার্কিন সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দিতে কিয়েভ এসেছেন। খবর কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।


বিজ্ঞাপন


ইউক্রেনের গণমাধ্যমকে তিনি বলেন, রুশ বাহিনীর হাতে মার খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ‘আমি বসে বসে এটা দেখতে পারছি না’। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন আগের মার্কিন নীতি থেকে সরে আসায় আমার মতো অনেকে স্বেচ্ছাসেবকরা ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন।

উইলিয়াম ইউক্রেন যাওয়ার একদিন আগে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে এসব কথা বলেছিলেন। তিনি বলেন, ২০১৩-২০১৪ তিনি ইউক্রেনের প্রতি আকৃষ্ট। টেনেসির উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন, রাশিয়াপন্থী শাসনব্যবস্থার বিরুদ্ধে ইউক্রেনীয় বিদ্রোহ তাকে অনুপ্রাণিত করেছিল।

kyev

গত ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্প, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সঙ্গে ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ক্রমবর্ধমান উন্নতি ইউক্রেনের ভবিষ্যত নিয়ে সন্দেহ জাগিয়ে তুলছে।


বিজ্ঞাপন


ইউক্রেনের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া আরেক মার্কিন সেনা সদস্য রন, এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন।

তিনি বলেছেন, ট্রাম্প দায়িত্ব গ্রহণের সাথে সাথেই আমি ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ৩৫ বছর বয়সী কলোরাডোর এ বাসিন্দা বলেন, যুদ্ধে নামিয়ে   ইউক্রেনকে একা ফেলে আমেরিকার প্রস্থান আমাকে 'আমার দেশের প্রতি লজ্জিত' করে তোলে এবং এ ঘটনা আমার জন্য ইউক্রেনে যুদ্ধে আসার সুযোগ করে দিয়েছে।

রন আরো বলেন, আমি একজন দেশপ্রেমিক। আমি আমার দেশকে ভালোবাসি। কিন্তু এখন যারা এর দায়িত্বে আছেন তারা দেশকে ধ্বংস করছেন, এটা আমার কাছে চরম লজ্জার। 

রন বলেন, ট্রাম্প পুনরায় কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? তিনি এ ঘটনায় রীতিমতো 'হতবাক'। ট্রাম্প ইউক্রেনের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এদিকে, ইউক্রেনে সাময়িক যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বস্তুত যুদ্ধ চালিয়ে যেতে চান। 

রুশ-ইউক্রেন যুদ্ধে সাময়িকভাবে থামবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে তারা রাজি, এ কথা জানালেও কীভাবে তা কার্যকর হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন