রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইসরায়েলে প্রথমবারের মতো হিজবুল্লাহর ‘নূর’ ক্ষেপণাস্ত্র 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অবৈধ বসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে।

এর অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলের কাফ্‌র গিলাদ এলাকায় হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও আল-মায়াদিন টিভির।


বিজ্ঞাপন


ইসরায়েলের বর্বর সেনারা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে, তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

leba

এদিকে, সোমবার গভীর রাত থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে। 

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য মঙ্গলবার (১ অক্টোবর) ভোর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের স্টুলা বসতিতে দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়। 


বিজ্ঞাপন


এদিকে, ইসরাইলের নাকুরা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ফাদি-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরাইলের সাফেদ শহরেও হিজবুল্লাহ ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা জাওরা আর্টিলারি অবস্থানে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট দিয়ে হামলা করেছে।

isral

এদিকে, হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলার কারণে লুৎফেন্সা এয়ার লাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন